নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নওগাঁর পত্নীতলায় আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা
প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজন ব্রতী সমাজ কল্যাণ সংস্থা, বিএসডিও, আরকো, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশর
সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রাশেদুল ইসলাম সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ
(ওসি) শামসুল আলম শাহা, জেলা পরিষদের সদস্য, মোঃ আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিক, সুধিজন এবং বিভিন্ন এলাকার
নারীগন উপস্থিত ছিলেন।

মানববন্ধন আলোচনা সভা এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।