নওগাঁর পত্নীতলায় ইট তৈরীর জন্য ভাটাগুলোর প্রস্তুতি শুরু

নওগাঁর পত্নীতলাসহ আশেপাশের উপজেলায় চলতি বছরে নতুন ইট তৈরীর জন্য ইট ভাটাগুলো প্রস্তুতি শুরু করেছে।

ভাটাগুলোর ইট প্রস্তুতের স্থান পরিষ্কার করার জন্য কাজ করছেন শত শত শ্রমিক। চলতি বছরে দ্রব্যমুল্যের উর্দ্ধগতির কারণে ইটের বাজার দর ও ক্রয় বিক্রয় নিয়ে সংশয়ে রয়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ে।

জানা গেছে, পত্নীতলা উপজেলায় অনুমোদিত ও অনুমোদনবিহীন মিলে প্রায় ২০টি ইটভাটা রয়েছে। চলতি মৌসুমে কে কার আগে ইট বের করতে পারে সে নিয়ে প্রতিযোগিতায় যেন নেমেছে ইট ভাঁটা মালিকরা। এ কারণে প্রায় সকল ভাঁটা মালিকরাই নতুন ইট তৈরীর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

সরেজমিনে উপজেলার নজিপুর, পত্নীতলা, পাটিচরা ইউনিয়ন ঘুরে দেখা গেছে, প্রায় সকল ভাটাতেই শ্রমিকরা ইট তৈরী ও পোড়ানোর স্থান পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করছে। এ বিষয়ে বিশিষ্ট ইট ভাঁটা ব্যবসায়ী নজরুল ইসলাম শাহ চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান, বর্তমানে পুরনো ইট ১৩/১৪ হাজার টাকায় বিক্রয় হচ্ছে। অনেক ভাঁটা ব্যবসায়ী ১১হাজার টাকায় অগ্রিম ইট বিক্রয় করছেন বলে শুনেছি। কয়লার বাজার মুল্য এবং পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়ায় এ বছর ইটের বাজার দর বেশী হতে পারে বলে মতামত প্রদান করেন এই ব্যবসায়ী।