নওগাঁর পত্নীতলায় ডিপ ট্রিউবয়েলের ঘর থেকে মৃতদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/images-2.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর পত্নীতলায় নজিপুর ইউপির রামজীবনপুর এলাকার একটি ডিপ ট্রিউবয়েলের ঘর থেকে শনিবার সন্ধ্যায় পত্নীতলা থানা পুলিশ সুমন কুমার দাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। নিহত সুমন কুমার দাস উপজেলা সদর নজিপুর পলিপাড়ার কালিপদ দাসের ছেলে।
পত্নীতলা থানা পুলিশ সুত্রে জানাগেছে, নজিপুর ইউপির রামজীবনপুর এলাকার স্থানীয়রা একটি ডিপ ট্রিউবয়েলের ঘরের টিনের চালা কাটা এবং ঘরে একটি মৃতদেহ দেখতে পেয়ে পত্নীতলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুমন কুমারের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারনা নিহত সুমন চুরির উদ্দেশ্যে ডিপ ট্রিউবয়েলের ঘরের টিনের চালা কেটে ভিতরে ঢুকে পরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
এ ব্যাপারে পত্নীতলা থানায় রবিবার একটি ইউডি মামলা দায়ের হয়েছে এবং মৃতদেহ নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন