নওগাঁর পত্নীতলায় পদন্নোতি প্রাপ্ত ইউএনও’র বিদায়ী সংবর্ধনা ও নতুন ইউএনও কে বরন

নওগাঁর পত্নীতলায় পদন্নোতি প্রাপ্ত ইউএনও মোঃ লিটন সরকারকে বিদায়ী সংবর্ধনা সম্মাননা স্মারক প্রদান ও সদ্য দায়িত্ব প্রাপ্ত পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ’কে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।

বুধবার (২৪ আগষ্ট) রাতে উপজেলা প্রশাসন ভবনে পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব রুবাইত হাসানের নেতৃত্বাধীন উপজেলা প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল উক্ত আনুষ্ঠিকতা করেন।

এসময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি রবিউল ইসলাম,প্রচার সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি ও শাহ্ আলম ও কোষাধ্যক্ষ প্রেজেন্টস নিউজ প্রতিনিধি মোঃ শাহিদ হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা হতে বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক দূরিকরন, সেবার মান উন্নয়ন ও পত্নীতলা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে গণমাধ্যম কর্মীবৃন্দ ও কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলাপ আলোচনা হয়।