নওগাঁর পত্নীতলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁয় পত্নীতলায় থানা ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে ঢাকার মিরপুরসহ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলা-নির্যাতন এবং তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে উপজেলা সদর নজিপুর সরদারপাড়া মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) নজিপুর পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ওয়াজেদ আলীর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পত্নীতলা থানা বিএনপির সাবেক সভাপতি মোকছেদুর রহমান ছিরি, পত্নীতলা বিএনপির সাবেক সাঃসম্পাদক আব্দুল হামিদ, পত্নীতলা থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল, কৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাবেক সাঃসম্পাদক আবু সুফিয়ান, সাবেক ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আব্দুল্লাহ-আল ফারুক, নওসাদ আলী।
এছাড়াও থানা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, আবু ইউসুফ, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক পত্নীতলা থানা যুবদল বায়েজিত রায়হান শাহিন,পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আঃ কাদের, থানা, পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-নেত্রী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন