নওগাঁর পত্নীতলায় বিজিবি দিবস পালিত
নওগাঁয় বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি) পত্নীতলা ব্যাটালিয়ন এর আয়োজনে বিজিবি দিবস-২২ উদ্যাপন উপলক্ষে খেতাব প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা-উত্তরাধিকারীদের সংবর্ধনা এবং কেক কাটা শেষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি) পত্নীতলা ব্যাটালিয়নের কার্যালয়ে ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লেঃকর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে দিবসের শুভ সূচনা করার পর খেতাব প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা-উত্তরাধিকারীদের অতিথিবৃন্দ সংবর্ধনা প্রদান করেন।
এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ, পত্নীতলা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দীন, বীরমুক্তিযোদ্ধাগণ, কর্মকর্তা, সুধীজন প্রমুখ। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন