নওগাঁর পত্নীতলায় ভোক্তা অধিকারের অভিযান জরিমানা ও পণ্য জব্দ
নওগাঁর পত্নীতলায় বৃহঃস্পতিবার (২১ জুলাই) বিভিন্ন ব্যববসা প্রতিষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় মধুইল বাজারে অভিযান পরিচালনা করেন।অভিযানকালে, ০৪ টি প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে না দেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যাবস্থায় ২৩,০০০/- জরিমানা আরোপ ও আদায় ও বিক্রয়ের জন্য নয় সরকারি ৩০০ টি লাইফবয় সাবান জব্দ করা হয়।
অভিযানে পত্নীতলা উপজেলার ভেটেনারি সার্জন মহোদয় ও পত্নীতলা থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন