নওগাঁর পত্নীতলায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধেও স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সর্ম্পকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্না ঝরনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোশাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার আমিনুল হক, সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমুখ। পরে মনোঙ্গ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।