র্যাবের অভিযান
নওগাঁর পত্নীতলায় ৪ জুয়াড়িসহ ৬ মাদকসেবী গ্রেফতার
নওগাঁর পত্নীতলায় মাদক সেবনের সময় ৬মাদকসেবী ও ৪জুয়াড়িকে আটক করেছে র্যাব।
বুধবার সন্ধ্যা নাগাদ পত্নীতলা সদর উপজেলা নজিপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৫ জয়পুরহাট শাখা।
আটককৃতরা জুয়াড়িরা হলেন, পত্নীতলায় গ্রামের বাবুল হোসেন (৪৫), ফয়জুল হক (৩৫), দূর্গারায়াম গ্রামের ইউসুফ আলী (৩০), মহব্বত হোসেন (৩৩)।
মাদকসেবী ছোট চাঁদপুর গ্রামে শিপন মন্ডল (২৪), বড় চাঁদপুর গ্রামের অরুপ কুমার দাস (২৫), পুইয়া গ্রামের সুকুমার মালি (২০), জাহিদ হাসান (২৫), ইছাপুর গ্রামের অকুল চন্দ্র প্রামানিক (৩১) এবং সবুজ কুমার দাস (২৮)।
র্যাব-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্প কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান বলেন, গোপন সূত্রের ভিত্তিতে পত্নীতলা উপজেলার নজিপুর ব্রীজের পশ্চিম পাশ হতে ৬ মাদকসেবী ও গোডাউন পাড়াস্থ আত্রাই নদীর পাশ হতে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন