নওগাঁর পাটালিড় মোড় সমাজ সেবা সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নওগাঁ পৌর এলাকার পাটালিড় মোড়ে স্থানীয় যুবকদের উদ্যোগে ৫০০ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে পাটালিড় মোড় সমাজ সেবা সংস্থার আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় শাহী মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল মান্নান।
এসময় তিনি বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এই উদ্যোগের জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানাই।” অনুষ্ঠানে সংস্থার সভাপতি মিঠুন হোসেন, সাধারণ সম্পাদক মোমিন হোসেন, উপদেষ্টা সিজার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রতিশ্রুতি দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন