নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সারয়ারে জাহান, ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ বদলগাছী দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, পারিবারিক ও প্রতিষ্ঠানিক ভাবে ছোট থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া এবং দুর্নীতিকে না বলতে হবে।

আলোচনা সভা পরিচালনা করেন, বদলগাছী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো আব্দুর রউফ