নওগাঁর বদলগাছীতে কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও সার বিতরণ

নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাষকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ গ্রহণ করে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০ জন কৃষকের প্রত্যেকের হাতে ৫ কেজি মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার রাজিব আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মনিরুল ইসলাম সহ শতাধিক কৃষক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন