নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ছাগল বিতরণ

নওগাঁর বদলগাছীতে সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর অর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধা ভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বদলগাছী উপজেলা প্রাণী সম্পদ অফিসের ব্যবস্থাপনায় এ বিতরণ কার্যক্রম করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বদলগাছী উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. রিপা রাণী এতে সভাপতিত্ব করেন। এর আগেও এ প্রল্পের কর্মসূচিতে প্রশিক্ষণসহ জীবন মান উন্নয়নে হাঁস মুরগী ভেড়া, গরু, ছাগল পালন বিতরণও করা হয়েছে।
আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান,সমাজসেবা অফিসার রাজিব আহমেদ,প্রাণী সম্পদ ও ভেটেরিনারি সার্জন সহ প্রমুখ।
এ প্রকল্পের ২৯০ জন সুবিধা ভোগীর মধ্যে ১৫০ জনকে দুইটি করে ছাগল চারটি সিমেন্টের খুঁটি,পাঁচটি ম্যাট,দুটি ঢেউটিন বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন