নওগাঁর বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির পুরোনো ডিলার অপসারন করে স্বচ্ছতার সাথে নতুন ডিলার নিয়োগ

নওগাঁর বদলগাছীতে স্বচ্ছতার সাথে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ হয়েছে। মোট আট টি ইউনিয়নে ১৫ টি ডিলার নিয়োগ হয়েছে। ডিলার নীতিমালা জটিলতায় মিঠাপুর ইউনিয়নে একটি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ স্থগিত আছে।
জানা যায় গতকাল মঙ্গলবার বিকাল ৫: ০০ টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রায় দীর্ঘ এক মাস যাচাই-বাছাই শেষ করে আট টি ইউনিয়নে ১৫ টি ডিলার নিয়োগের সর্বশেষ তালিকা প্রকাশ করে।আর নতুন ডিলার নিয়োগ হওয়ায় উপজেলায় যারা নতুন ডিলার নিয়োগ পেয়েছে সন্তুষ্টি প্রকাশ করেছেন।কেউ কেউ বলছেন এই প্রথম বদলগাছী উপজেলায় স্বচ্ছতার সাথে খাদ্যবান্ধব কর্মসূচির নতুন ডিলার নিয়োগ হয়েছে।
এরআগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে গত ১৬-১০-২৪ ইং পুরোনো ডিলার অপসারন করে নতুন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর মোট ৮ টি ইউনিয়নে ৬৬ জন ব্যক্তি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে আবেদন করে। প্রায় দীর্ঘ এক মাস উপজেলা ফুড অফিস যাচাই-বাছাই করে ১৫ টি ডিলারের চূড়ান্ত ফল প্রকাশ করে।
এ বিষয়ে নতুন ডিলার নিয়োগ পাওয়া বালুভরা ইউনিয়নের আজাদুল এবং আধাইপুর ইউনিয়নের মো. ইউনূছার রহমান ও বিলাশবাড়ী ইউনিয়নের মো.নান্নু বলেন, আমার জীবনে এতো যাচাই-বাছাই করে ডিলার নিয়োগ দেখিনি। তবে আমার কাগজ পত্র সব সঠিক ছিলো। নীতিমালা মধ্যে সব হয়েছে। ব্যক্তিগত ভাবে আমি খুবই সন্তুষ্ট।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোসা. সাবরিন মোস্তারী মুঠোফোনে বলেন, অনেক প্রতিকূলতা পরিবেশের মধ্যেও নীতিমালার মধ্যে শতভাগ স্বচ্ছতার সাথে সরজমিন পরিদর্শন করে ১৫ টি ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
আর এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুব হাসান বলেন, আপনাদের সকলের সহযোগিতায় খাদ্যবান্ধব কর্মসূচির নতুন ডিলার নিয়োগ শতভাত স্বচ্ছতার সাথে হয়েছে। মিঠাপুর ইউনিয়নে একটি স্থগিত হয়েছে।আমরা সেটা নিয়ে কাজ করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















