নওগাঁর বদলগাছীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নওগাঁর বদলগাছীতে আম গাছের ডালের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইসাহাক আলী দেওয়ান (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ইসাহাক আলী দেওয়ান উপজেলার পিন্ডিরা গ্রামের মৃত গফুর দেওয়ানের ছেলে।

শনিবার (১জুন) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ইসাহাক আলী ও তার স্ত্রী শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন।

ভোরে তার ছেলের বউ ইসাহাক আলীকে আম গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাহবুবুর রহমান পিপিএম (সেবা) জানান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে জানা যাবে হত্যা না আত্মহত্যা।

মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।