নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে নওগাঁর বদলগাছীতে সাংবাদিকগণের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম।
শনিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা মৎস্য দপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ-উল-হক, ক্ষেত সহকারী আব্দুল বারী ও মো. মাহমুদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সংস্থার সাধারণত সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান সহ উপজেলার কর্মরত সাংবাদিকরা।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, এ উপজেলায় মাছ চাষ দিন দিন বেড়েই চলেছে। আমরা মৎস্য চাষিদের মাছ চাষের উদ্বুদ্ধ করণে বিভিন্ন প্রশিক্ষণসহ মৎস্য পোনা ও বিভিন্ন উপকরণ বিতরণ করে থাকি। এছাড়াও প্রতিবছর উপজেলার সেরা মৎস্য চাষিদের পুরষ্কৃত করি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন