নওগাঁর বদলগাছীতে জামায়াতে ইসলামের আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের ফজিলত গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিকাল ৪টায় জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার আয়োজনে বদলগাছী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী ও ৪৮ নওগাঁ-৩ বদলগাছী-মহাদেবপুরের জামায়াতে মনোনীত এম.পি পদপ্রার্থী মাওলানা মো:মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা ইয়াসিন আলী, ডা:মো:হাফিজুর রহমান, আ.ন.ম লুৎফর রহমান, মাওলানা নাসির উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভবিষ্যতে যেন একটি নিরপেক্ষ নির্বাচন করার উপযোগী পরিবেশ তৈরি হয়, ন্যায় বিচার হতে পারে, জনতার অধিকার যেন প্রতিষ্ঠিত হতে পারে এবং জনগণের সকল জুলুম-অন্যায় থেকে নিষ্কৃতি পেতে পারে।এজন্য এ সরকারের আমলে সংস্কার জরুরি।