নওগাঁর বদলগাছীতে দু’পক্ষের দফায়-দফায় সংঘর্ষ আহত-১৩
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/IMG-20250211-WA00011-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর বদলগাছীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিনামিনের পরিবার ও পাড়া-প্রতিবশীদের সঙ্গে ছাত্রদলের কিছু নেতা-কর্মীর দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সংলগ্ন ডাকবাংলো মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে ডাঙ্গীসাড়া গ্রামের কীটনাশক ব্যবসায়ী বিনামিনের সাথে ছাত্রদল নেতা মতিন ও আতিকের সাথে ডাকবাংলো মোড়ে কথা-কাটাকাটি হয়। এমন খবর পেয়ে বিকালে বিনামিনের পরিবার ও পাড়া-পড়শীরা এসে মতিন ও আতিকের উপর হামলা চালালে মহুর্তেই ডাকবাংলো মোড় রণক্ষেত্র তৈরী হয়।
এতে গ্রামবাসি সহ উভয় পক্ষের ১৩ জন আহত হয়। উভয়পক্ষের আহতরা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। উভয়পক্ষের কয়েকজন কে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নুসরাত জাহান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উভয়পক্ষের আনুমানিক ১৩ জন কে চিকিৎসা দিয়েছি। ২ জন কে রেফার্ড দেওয়া হয়েছে।
ছাত্রদল নেতা আব্দুল মতিন বলেন, আমি এবং আতিক বিনামিনের সাথে কথা বলতে গেলে। বিনামিন এবং তার ভাই ইমরুল কায়েস আমাদের মারধর শুরু করেন। আমরা এর সুষ্ঠ বিচার চাই।
বিনামিনের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন