নওগাঁর বদলগাছীতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন আটক

নওগাঁর বদলগাছীতে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
৪৮ নওগাঁ (৩) আসনের স্থানীয় সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার এর ছত্রছায়ায় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন তিনি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলী বলেন, বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। গত বছরের ৫ নভেম্বর বদলগাছীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন