নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান

নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে ছাগল-ভেড়ার পেস্টি ডেস পেটিটস ইন রুমিন্যন্ট (পিপিআর) রোগের টিকার(২য় ডোজ) প্রদান কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টায় সদর ইউনিয়ন পরিষদের চাকরাইল রিজওয়ান ক্লাব মাঠে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক (বিপিএএ) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাজমুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ মোঃ রুবেল হোসাইন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মোঃ আব্দুর রশীদ সরদার, ইউপি সদস্যবৃন্দ,খামারীগণ এবং অর্ধশত টিকা প্রদানকারী সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হক বলেন, পিপিআর রোগ একটি ভাইরাসজনিত রোগ। সাধারণত সারা বছরই এ রোগে পশু আক্রান্ত হয়ে থাকে। তবে বর্ষাকাল ও শীতের সময় এ রোগ বেশি দেখা যায়। এ রোগে আক্রান্ত পশুর মৃত্যুহার প্রায় ৮০ শতাংশ।

তিনি আরও জানান, সাধারণত এ রোগের টিকা বাইরে খু্ব একটা পাওয়া যায়না। তাই খামারীসহ যারা ছাগল-ভেড়া পালন করেন, তারা যাতে এ রোগ দ্বারা ক্ষতিগ্রস্থ না হয়, সে কারণে সরকারিভাবে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেচ্ছাসেবক দ্বারা উপজেলার বিভিন্ন ইউপিসহ ঘোষণাকৃত স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে।