নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে বদলগাছী তে বিশ্ব জনসংখ্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সোমবার (১৪জুলাই) সকাল ১১ টায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন কাজে অবদান রাখায় বালুভরা ইউনিয়নের চেয়ারম্যান সহ ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান ছনি উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি ডা. কানিজ ফারহানা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পলাশ চন্দ্র সাহা বালুভরা ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শকা ও পরিবার কল্যাণ সহকারী প্রমুখ।