নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/লাশ-মরদেহ-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সোমবার (২৬ জুন) সকালে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাকিব হোসেন মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সাকিব ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গত ১ সপ্তাহ থেকে নিখোঁজ ছিলো সাকিব। আজ সকালে বদলগাছী উপজেলার বর্ষাইল টু মাতাজি সড়কের ভবন নামক স্থানে ব্রীজের নিচ তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এরপর পরিবারের লোকজন সাকিবের পরিচয় শনাক্ত করে।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন