নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীকে সাজা

নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে সাজা দিয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন ফার্নিচার দোকান ঘরে অভিযান চালিয়ে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। তাঁদের নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে ধরা হয়।

সাজাপ্রাপ্ত তিনজন হলেন উপজেলা সদর এলাকার আবু বক্করের ছেলে ওমর ফারুক(৩২) এবং চাকরাইল গ্রামের হাসেম চৌধুরীর ছেলে মিয়াদ(৩২) ও জয়পুরহাট সদর এলাকার আবু বক্করের ছেলে রিপন(৩৮)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ছনি জানান,তারা তিন জন ফার্নিচার দোকানের ভিতরে মাদক সেবন করছিলো। এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে অভিযান চালানো হয়। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে ধরা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬/৫ ধারা অনুযায়ী ওমর ফারুক ও মিয়াদ এই দুজনকে চার শত টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এবং রিপন হোসেন কে দুই শত টাকা জরিমানা ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে।