নওগাঁর বদলগাছীতে মহানবীর অবমাননাকারীদের ফাঁসিসহ ১৫ দফার দাবীতে সমাবেশ

মহানবী (সা.) এর অবমাননাকারীদের ফাঁসিসহ ১৫ দফা দাবীতে নওগাঁর বদলগাছী চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা ও শ্রমিক সংগঠন।

১৩ জানুয়ারী (সোমবার) দুপুরে ইনসাফ কায়েম কারী ছাত্র জনতা ও শ্রমিক সংগঠনের আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা ও শ্রমিক সংগঠনের উপজেলা সভাপতি মুহম্মদ শামীম ফারুক খান, সাধারণ সম্পাদক মুহম্মদ আব্দুল হামিদ প্রেস প্রতিনিধি মুহম্মদ রিদ্বওয়ান রাব্বী, মুহম্মদ আব্দুল খালেক খান, মোতাহার হোসেন চৌধুরী, মুকুল হোসেন খান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “নবীজীর দুশমন, কাট্টা কাফির, কুলাঙ্গার “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এবং মহা সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক শানে কোনও কুলাঙ্গার মানহানী করলে অবশ্যই তার শরঈ শাস্তি ‘ফাঁসি’ বাস্তবায়ন করতেই হবে।

পৃথিবীর যেকোনো প্রান্তে কেউ উনার মুবারক শানে বেয়াদবি করলে তার একমাত্র শরয়ী শাস্তি ‘ফাঁসি’ দিতেই হবে এবং তা বাস্তবায়নের জন্য আমাদের দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। এদের শরয়ী শাস্তি ‘কতল’ বা ‘ফাঁসি’ বাস্তবায়ন করা উম্মতের জন্য ফরজ। তাই আমরা এইসব কুলাঙ্গারদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাই। সেই সাথে তাদের প্রস্তাবিত ১৫ দফা দাবী মেনে নেওয়ার জন্য আহবান জানান।