নওগাঁর বদলগাছীতে রাতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেলেন এক যুবক

নওগাঁর বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আসলাম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার আধাইপুর ইউনিয়নের উত্তর পারিচা গ্রামের মোলায়েম এর ছেলে।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে বদরগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর (মধ্যপাড়া) গ্রামের আবু মুসার পুকুর পাড়ে। নিহত ওই যুবক মাদকাসক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালের দিকে এলাকার একজন ব্যক্তি পুকুর পাড়ে ডাব গাছের নিচে ডাব সহ এক জনকে পড়ে থাকতে দেখে চিৎকার করে। চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে দেখে সে মৃত অবস্থায় পড়ে আছে। পরে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

স্থানীয়রা আরো জানান, সে বিভিন্ন সময় মানুষের গাছ থেকে ডাব ও নারিকেল নামিয়ে বিক্রি করে মাদক সেবন করতেন।

পুলিশ জানায়, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সে ডাব চুরির উদ্দেশে এসেছিল। গাছটি অতিরিক্ত পিছলা থাকার কারণে সে গাছ থেকে পড়ে মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, পুকুরপাড়ের চারে দিকে উন্মুক্ত থাকায় যে কোনো সময় সেখানে মানুষ যাওয়া আসা করতে পারে।

সকাল আনুমানিক সাড়ে ৮ টার সময় একজন আমাকে মোবাইলফোনে ঘটনাটি জানায়। তখন আমি এসে দেখি গাছের নিচে একজন মরে পড়ে আছে। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।’

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাব গাছে থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।