নওগাঁর বদলগাছীতে ২টি ইট ভাটায় জরিমানা

নওগাঁর বদলগাছীতে পরিবেশের ছাড়পত্র এবং লাইসেন্স না থাকায় ২টি ইট ভাটাকে ১,৪০,০০০(এক লক্ষ চল্লিশ) হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার মিঠাপুর ইউনিয়নে এফ বি এফ ব্রিকস এবং এন আর বি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি।

অভিযানে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ৭০হাজার টাকা করে প্রতিষ্ঠান দুইটিকে ১,৪০,০০০(এক লক্ষ চল্লিশ)হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটি আমাদের নিয়মিত অভিযান। ইট ভাটা গুলোর লাইসেন্স ছিল না। এতে আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।