নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছী উপজেলায় পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ে কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কৃষক জনতাকে তাদের প্রাপ্য সেবা নিয়ে অবহিতকরণ বিষয়ে এবং “কৃষিতে অধিক ফলন কৃষকদের ভাগ্যের পরিবর্তন”এই লক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় কৃষক জনতাকে তাদের প্রাপ্য সেবা নিয়ে অবহিতকরণ বিষয়ে এবং “কৃষিতে অধিক ফলন কৃষকদের ভাগ্যের পরিবর্তন” এই লক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কৃষক সমাবেশে অনুষ্ঠানে উপজেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বদলগাছী সভাপতি মো আব্দুস ছামাদসহ প্রমূখ্য।