নওগাঁর বদলগাছী উপজেলায় ছাত্রদলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সাধারণ পরীক্ষা অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছী উপজেলা ছাত্রদলের উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২.০০ টায় বদলগাছী দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সাধারণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নয়ন হাবীব এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা ও সাধারণ পরীক্ষার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে বলেন-একটি রাজনৈতিক দল ও দেশ কে সুসংগঠিত করতে হলে প্রশিক্ষণ কর্মশালা ও সাধারণ পরীক্ষার বিকল্প নেই। একটি দেশ ও জাতিকে দক্ষভাবে পরিচালনা করতে হলে প্রশিক্ষিত কর্মী বাহিনী প্রয়োজন।বর্তমান দেশে অনেক বেকার বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন প্রশিক্ষন কর্মশালার মাধ্যমে নিজ নিজ জায়গা থেকে বিভিন্ন কাজের উপর দক্ষ হয়ে উঠতে পারলে নিজ কর্মসংস্থান এর পাশাপাশি অন্যন্যরাও কাজ করার সুযোগ পাবে বলে আমি মনে করি।

১০ম শ্রেণির ফাতিমা হোসেন শ্রাবণী বলেন,আজকের প্রশিক্ষণ কর্মশালা ও সাধারণ পরিক্ষা আমাদের খুব ভালো লেগেছে। আমরা চাই মাঝে মধ্যে এমন কর্মশালা ও পরীক্ষা হোক

১০ম শ্রেনীর মো নাসিম বলেন, এই প্রশিক্ষণ কর্মশালায় এসে নতুন নতুন কিছু শিখলাম অনেক ভালো লাগলো।পরীক্ষা একটু কঠিন হয়েছে তবে অনেক ভালো হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক -আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, রবিউল হাসান, যুগ্ম সম্পাদক সাইদুর ইসলাম সোহেল সহ বিএনপির সহযোগী অঙ্গ-সংগঠন।