নওগাঁর বদলগাছী নদীতে গোসল করতে নেমে পিন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ

নওগাঁর বদলগাছীতে নদীতে গোসল করতে নেমে পিন্টু নামে (৫৫) এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। নিখোঁজ পিন্টু উপজেলার সদর ইউনিয়নের তেজাপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বড় ছেলে।

সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বদলগাছী ইউনিয়নের তেজাপাড়া গ্রামের ছোট যমুনা নদীতে (হিন্দুপাড়া ঘাটে) এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পিন্টু প্রায় প্রতিদিন এই নদীতে গোসল করতে আসে। প্রতিদিনের ন্যায় সোমবার (৮ জুলাই) দুপুরে সে নদীতে গোসলে নামেন এবং সাঁতার দিয়ে নদীর ওইপাড়ে যায়। আবারও সাঁতরে এইপাড়ে আসতে সে মাঝ নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। আমরা স্থানীয়ভাবে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। বদলগাছী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসেছে।

বদলগাছী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত টিম লীডার মো. মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং রাজশাহী ডুবুরি দলকে জানিয়েছি। রাজশাহীর ডুবুরি দল রওনা দিয়েছেন, তারা আসলেই আমরা উদ্ধার অভিযান শুরু করবো।

এ বিষয়ে কথা হলে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবর রহমান জানান, নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর শুনেছি। রাজশাহী থেকে ডুবুরি দল আসলে আমরা তাদের উদ্ধার অভিযানের সাথে যুক্ত হবো।