নওগাঁর বদলগাছী পাহাড়পুর বৌদ্ধবিহারে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়েছে

“দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যত” এই প্রত্যয় নিয়ে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়েছে।

রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় বদলগাছী পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জাদুঘর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বদলগাছী পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের কাস্টডিয়ান ফজলুল করিম আরজুর সঞ্চালনায় বক্তারা বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। পুরাতন কালেক্টরেট ভবনে ব্রিটিশ আমলে জাদুঘরের যাত্রা শুরু হয়। এরপর ১৯৯৫ সালে নতুন ভবনে জাদুঘরের পথচলা শুরু হয়। তারপর থেকে পর্যায়ক্রমে নানা প্রত্নবস্তু দিয়ে জাদুঘরটি সমৃদ্ধ হয়ে ওঠে।

জাদুঘর কেবল পুরানো ইতিহাস আর ঐতিহ্য বহন করে না, এর থেকে শিক্ষণীয় বিষয় আছে এবং গবেষণার জন্য গুরুত্ব বহন করে। এজন্য বক্তারা দর্শনার্থীদের জাদুঘরে আসার আহ্বান জানান।

এ সময় বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোসা. আতিয়া খাতুন, আক্কেলপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান সরকার, নওগাঁ জোনের ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো. ইফতেখার প্রধান উপস্থিত ছিলেন।