নওগাঁর বদলগাছী হাসপাতালের চিকিৎসা সেবার বেহাল অবস্থা

২৯ জন ডাক্তারের পরিবর্তে ১১জন ডাক্তার দিয়ে চলছে দুই লক্ষাধিক মানুষের চিকিৎসা। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবার মান।

এ ছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ নানান অভিযোগ করছেন হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের বহির্বিভাগে প্রতি মাসে গড়ে ৯-১০ হাজার ইনডোরে ১৩ থেকে ১৪ শ এবং ইমার্জেন্সি ১৫-১৬শ জন রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন ১১ জন ডাক্তার।

সরেজমিনে দেখা গিয়েছে,ডাক্তার দের রুমের সামনে লম্বা লম্বা লাইন সারি হয়ে দাড়িয়ে রয়েছেন রোগীরা। এবং অধিকাংশ রুমে দেখা যায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রা চিকিৎসা সেবা দিচ্ছেন।রোগীর তুলনায় ডাক্তারের সংখ্যা কম হওয়ার হাসপাতালে এসে ঘন্টার পর ঘন্টা রোগীদের দাড়িয়ে থাকতে দেখা যায়। আবার অনেকেই বাধ্য হয়ে ভিজিট দিয়ে রোগীদের বাইরের চেম্বারে চিকিৎসা সেবা নিতে হয়। ফলে দরিদ্র অসহায় রোগীদের ভোগান্তির নেই শেষ।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৮০ বছরের বৃদ্ধা সুফিয়া বেগম বলেন: হামি অনেক সকাল থেকে হাসপাতালে এসে বসে আছি ডাক্তারের সিরিয়ালি পাওছিনা অনেক বেলা হয়ে গেলো আর কত সময় যে লাগবে মুই জানোনা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: কানিস ফারহানা জানান:বর্তমান আমাদের হাসপাতালে ঔষধের কোন সংকট নেই।কম কর্মী নিয়ে বেশি কাজ করতে হচ্ছে যার কারণে চিকিৎসা সেবার মান কিছুটা কম হতে পারে ।আর হাসপাতাল পরিষ্কার পরিছন্ন বিষয়ে ক্লিনার ৫ জনের জায়গায় ২ জন হওয়ায় কাংক্ষিত সেবা প্রদান করা যাচ্ছে না।তারপরেও আমরা সর্বোচ সেবা দেওয়ার চেষ্টা করি।