নওগাঁর ভাঁরশো ইউনিয়নে ১৭ বছর পর বিএনপি দলীয় কার্যালয় উদ্বোধন
নওগাঁর মান্দা উপজেলার ১ নং ভাঁরশো ইউনিয়নের ৫ নং ওয়াডের ঐতিজবাহী হাট চৌবাড়িয়া ১৭ বছর পর বিএনপি দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় চৌবাড়িয়া হাটে একটি টিনের ঘরে এই অফিসের উদ্বোধন করা হয়।
মান্দা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোঃ মকলেছুর রহমান মকে ও মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ডাঃ একরামুল হক বারী টিপু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যলয়ের শুভ উদ্বোধন করেন। হাট চৌবাড়িয়া বাংলাদেশ জাতীয়তা বাদী বি এন পির অফিস কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে ১নং ভাঁরশো ইউনিয়ন বি এন পির সভাপতি মোজাম্মেল হক, ভাঁরশো ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক গোলাম সারুয়ার চেরু, মান্দা উপজেলার যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু,ভাঁরশো ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলিম, সহ অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান, আলমামুন, সহ প্রমুখ।
পরে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোকলেছুর রহমান মকে ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ডাঃ একরামুল হক বারী টিপু বিএনপির অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে মান্দা উপজেলায় বিএনপি কোন অফিস রাখা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে।
এই অফিস উদ্বোধনের মাধ্যমে মান্দা উপজেলার বিএনপির দলীয় কর্মকান্ড বেগবান হবে। তারা সুবিধাবাদিদের এড়িয়ে চলার জন্য নেতা কর্মিদের প্রতি আহবান জানান। পরে শত শত বিএনপির নেতাকর্মীকে সাথে নিয়ে হাট চৌবাড়িয়ায় বি এন পির এই অফিস উদ্বোধন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন