নওগাঁর মহাদেবপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়ন কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(২৩ জানুয়ারি) বৃহস্পতিবার বিকালে উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজিহাট বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

ইউনিয়ন কৃষক দলের সভাপতি সানোয়ার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি সানোয়ার হোসেন মানিক, রাইগাঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন , জেলা কৃষক দলের সদস্য এস এম শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি ফজলে হুদা বাবুল।