নওগাঁর মহাদেবপুরে ৩২ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক
নওগাঁর মহাদেবপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩২ বোতল ফেন্সিডিল সহ হাফিজুর রহমান (৪৩) নামের এক যুবককে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ ।
বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে মহাদেবপুর থানা পুলিশ উপজেলার চান্দাশ ইউনিয়নের চককন্দর্পপুর গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের মৃত দানেজ আলীর ছেলে হাফিজুর রহমান কে ফেন্সিডিল সহ আটক করেন।
এব্যাপারে সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফ্ফর হোসেন জানান, মাদক “ফেন্সিডিল” মজুদ রেখে বিক্রি করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ৮ টার দিকে মহাদেবপুর থানার ওসির নেতৃত্বে থানার এস আই খালেক, এস আই আসাদুল, এস আই জাহিদ ও, এ এস আই মনিরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ হাফিজুর রহমান এর বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার সহ হাফিজুর রহমানকে আটক করেন, এব্যাপারে মহাদেবপুর থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন