নওগাঁর মান্দায় অস্ত্র মহড়ায় কাষ্টটরিয়ান সম্পত্তি দখলের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলার ১ নং ভাঁরশো ইউনিয়নের দেবিপুর মৌজায় অস্ত্র মহড়ায় কাষ্টরিয়ান সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার হোসেনপুর গ্রামের দেবিপুর মৌজার কাষ্টরিয়ান সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে কতিপয় কিছু ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার হোসেনপুর দেবিপুর বিলে। এঘটনায় গতকাল শুক্রবার ৪ এপ্রিল , তানোর উপজেলার মাদারিপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইচাহাক এই কাষ্টরিয়ান জমির মালিক দাবি করে সম্পত্তি ভোগ দখলীয় মালিক সেজে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর ৭ জন ভূমি দস্যুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, উপজেলার হোসেনপুর গ্রামের সরিফ উদ্দিনের ছেলে হামিদুর হকের নেতৃত্বে তানোর উপজেলার মালশিরা গ্রামের মোঃ-হবির রহমানের ছেলে গিয়াস উদ্দিন, আজাহার আলীর ছেলে রনি, হাবিবের ছেলে ইদ্রিস আলী, গিয়াসের ছেলে সবুজ হোসেন, আব্বাসের ছেলে রুসতোম সহ দেবিপুর মৌজার ৪৯৪ দাগের ৬২ শতাংশ কাষ্টরিয়ান কৃষি সম্পত্তি জবর দখল করে বোরো ধান রোপণ করে সম্পত্তি দখল করে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা।
ভূক্তভোহী ইসাহাক আলী বলছেন, হামিদুর হকের নেতৃত্বে অভিযুক্ত ব্যক্তিরা আমাদের ভোগ-দখলীয় কাষ্টরিয়ান সম্পত্তি দখল করে নিয়েছেন। এতে আমরা চরম বিপাকে পড়েছি। কাষ্টরিয়ান সম্পত্তি ফিরে না পেলে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটবে।
এজন্য সম্পত্তি ফিরে পেতে থানাসহ বিভিন্ন দপ্তরে ধরণা দিচ্ছি, কিন্তু কোন কাজ হচ্ছে না। সম্পত্তি ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।
এব্যাপারে অভিযুক্ত হামিদুর হকের নিকট কাষ্টরিয়ান সম্পত্তি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে কোন কিছু জানিনা। বিন্দু মাত্র জমি দখলের সাথে আমার সংশ্লিষ্টতা নেই।
একই বিষয়ে অভিযুক্ত ইদ্রিস আলী সাথে কথা বলার চেষ্টা করা হলে তার স্ত্রী ফোন রিসিভ করে বলেন, হামিদুর ও রনির লোকজন জমি দখল করছে। আমরা গরিব মানুষ বাবা এর মধ্যে আমরা নেই।
এব্যাপারে মান্দা উপজেলার নির্বাহী অফিসার শাহ আলম মিয়া জানান, অভিযোগ পেলে। তদন্ত করার পর প্রকৃত ডিসিআর ভূক্ত জমি মালিকদের নিকট হস্তান্তর করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন