নওগাঁর মান্দায় এলএল পি স্কিমের লাইসেন্স অনুমোদনের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মান্দা জোন নওগাঁ, ব্যক্তিগত এল.এল.পি স্কিমের লাইসেন্স অনুমোদন সেচ চার্জ নির্ধারণ, স্কিম অনুমোদন, কমান্ড এরিয়া বিভাজন ভূ- পরিস্হ ও ভূ-গর্ভস্থ পানি সেচ কাজে ব্যবহৃার সংক্রান্ত নীতিমালা প্রণয়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মান্দা উপজেলার অডিটোরিয়াম হল রুমে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলার নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া, এবং সঞ্চয়ালোচনায় ছিলেন মান্দা উপজেলার বি এম ডির প্রকৌশলী এস এম মিজানুর রহমান (সহকারী প্রকৌশলী) সদস্য সচিব উপজেলা সেচ কমিটি।
উক্ত আলোচনা সভা অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মান্দা উপজেলার পল্লী বিদ্যুতের ডিজিএম শামীম পারভেজ, পল্লী উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা আফজাল হোসেন,এবং উক্ত সভায় উপস্থিত ছিলেন এলএলপি স্কিমের আওতায় কৃষক গণ ও এল এল পি স্কীমের সেচ কমিটির সদস্য বৃন্দ।
আলোচনা সভায় ভূ-গর্ভস্থ পানি সেচের কাজে ব্যবহার করার জন্য মার্চ হতে মে পর্যন্ত সাময়িক ভাবে বছর ভিত্তিক এলএলপি স্কীমে লাইসেন্স দেওয়া হবে বলে জানান উক্ত আলোচনা সভার বক্ততা গন। এই আলোচনা সভা জানানো হয় উপজেলা সেচ কমিটি কর্তৃক তদন্ত সাপেক্ষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বা স্কিম বাতিল করা হবে।
সেচ কমিটি কর্তৃক স্কীম অনুমোদন সাপেক্ষে ভূ-গর্ভস্থ সেচ নালা নির্মাণ করা যাবে। মৎস্য অভয়াশ্রম রক্ষার্থে নদী, খাল, বিল না শুকিয়ে ভূ- পরিস্হ সেচ পানি দ্বারা কার্যক্রম বন্ধ রাখা এবং বিকল্প সেচ ব্যবস্থা স্থাপন করা।
এলএলপি দ্বারা কৃষক গনের সেচের পানি ব্যবহার, সেচ চার্জ ও ফসলের অংশ বিনিময় সংক্রান্ত বিষয়ে এবং অন্যর কমান্ড এরিয়া দখলের বিষয়ে এবং স্কিমের ম্যানেজারগন ভূ-গর্ভস্থ সেচ নালা নির্মাণ নিয়ে ও নদীখাল বিলের গতিপথ বন্ধ করে শেষের পানি ব্যবহার না করা আবোহান জানান এই আলোচনা সভায়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন