নওগাঁর মান্দায় কুসুম্বা মসজিদের ৫ টাকায় ছবি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

নওগাঁর মান্দায় ৫ টাকায় কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর কুসুম্বা শাহি মসজিদ চত্বরে মুসল্লিরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু ও কুসুম্বা শাহি মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আল-আমিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘কুসুম্বা শাহি মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন। পাঁচ টাকার নোট থেকে মসজিদটির ছবি অপসারণ করে জনগণের অনুভূতিতে আঘাত করা হয়েছে।’

দ্রুত এটি পুনঃস্থাপন না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা। বক্তারা বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পাঁচ টাকার নোটে কুসুম্বা শাহি মসজিদের ছবি পুনঃস্থাপন না হলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বাড়বে, যা সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। তাঁরা দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত কুসুম্বা শাহি মসজিদ নওগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন, যা বহু বছর ধরে বাংলাদেশের নোটে স্থান পেয়েছিল। সম্প্রতি পাঁচ টাকার কাগজের নতুন নোট থেকে মসজিদের ছবি সরিয়ে নেওয়া হয়।