নওগাঁর মান্দায় খালেদা জিয়া’র সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া’র সুস্থতা, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং সদ্য প্রয়াত সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিক এর স্মরণে ৮ নং কুসুম্বা ইউনিয়ন যুবদলের অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(৫ মাচ) বুধবার বিকালে উপজেলার বড়পই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

৮ নং কুসুম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ আলী কারেন্টের সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার বি এন পির সাবেক সভাপতি মোকলেছুর রহমান মকে, এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক বারী টিপু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল,যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, মিজানুর রহমান, ও শফিকুল ইসলাম বেলাল কৃষকদলের সদস্য সচিব এজানুর রহমান,যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, আব্দুর রাজ্জাক, শাহিন আলম, মাসুদ রানা, সহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।