নওগাঁর মান্দায় নতুন ইউএনওর যোগদান

নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী’,আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে যোগদান করেন তিনি। ইউএনও আক্তার জাহান সাথী আগে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং কুমিল্লা জেলার বাসিন্দা। ইউএনও জাহানারা আক্তার সাথী বলেন, ‘আমি গত বৃহস্পতিবার ডিসি অফিসে যোগদান করেছি। আগামী (মঙ্গলবার) থেকে মান্দা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে অফিস শুরু করব।

এই উপজেলার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা কামনা করছি।’এদিকে ইউএনও যোগদান করায় উপজেলাবাসীর মাঝে স্বস্তি ও প্রত্যাশা বিরাজ করছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে একজন অভিজ্ঞ ও সক্রিয় নির্বাহী কর্মকর্তার অপেক্ষায় ছিলেন।

নতুন ইউএনওর নেতৃত্বে মান্দা উপজেলা প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল হবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।