নওগাঁর মান্দায় পৃথক পৃথক স্থানে যুবদলের ও শ্রমিক দলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ও শ্রমিক দলের পৃথক পৃথক স্থানে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের থানতলা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক দলের এবং ১৩ নং কশব ইউনিয়ন পরিষদ চত্বরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিকাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এই কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি এ এম জিল্লুর রহমান, উক্ত সমাবেশ প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার বি এন পির আহবায়ক ও গনেশপুর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু। অন্যানদের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, বিএনপি’র আহ্বয়ক কমিটির সদস্য,ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার ১৩ নং কশব ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলার কশব ইউনিয়ন পরিষদ চত্বরে কশব ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাফাজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম।
কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল। কশব ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাষ্টার এনামুল হক, ডি এম মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম, ওবায়দুল হক।
সিদ্দিক হোসেন, পরানপুর ইউনিয়নের যুবদলের সভাপতি শফিকুল ইসলাম বেলাল, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ কারেন্ট, বিষ্ণুপুর ইউনিয় যুবদলের সভাপতি আফতাব উদ্দিন, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ভালাইন ইউনিয়ন যুবদল নেতা আব্দির রশিদ, আমিনুল ইসলাম, মিৎন হোসেন, জাহিদুল ইসলাম, সহ প্রমূখ। উক্ত কমী সমাবেশ কশব ইউনিয়নের যুবদলের নেতাকর্মী বৃন্দুরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন