নওগাঁর মান্দায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা

নওগাঁর মান্দা উপজেলা বি এন পির নবগঠিত উপজেলা বিএনপির কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ আগষ্ট) বেলা ১১ টার সময় উপজেলার শিক্ষক সমিতির হলরুমে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্র কমিটির সদস্য এম এ আব্দুল মতিন। নবগঠিত কমিটি পরিচিতি সভা সঞ্চালনা করেন মান্দা উপজেলা বি এন পির নবগঠিত সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল।

মান্দা উপজেলা বিএনপির সভাপতি বাংলাদেশ জাতীয় বাদী দল বি এন পির কেন্দ্র কমিটির সদস্য এম এ আব্দুল মতিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মান্দায় বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুল রহমান মকে, একেএম নাজমুল হক নাজু, নওফেল আলী মÐল ও তোফাজ্জল হোসেন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১৪ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন। একই অনুষ্ঠানে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।