নওগাঁর মান্দায় ভারশোঁ ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে ভারশোঁ ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভারশোঁ ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল।
ভারশোঁ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাষ্টার এনামুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম, ওবায়দুল হক, সিদ্দিক হোসেন, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ কারেন্ট, বিষ্ণুপুর ইউনিয় যুবদলের সভাপতি আফতাব উদ্দিন।
তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ভারশোঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন ও আরজাদ আলী ফিটু, ভারশোঁ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্যাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন