নওগাঁর মান্দায় মাদকসেবীর কারাদণ্ড
নওগাঁর মান্দায় মাদক সেবনের অভিযোগে আল মামুন নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৫ টার সময় উপজেলার বারিল্যা বটতলা এলাকা থেকে তাকে আটকের পর সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন (৪০)। তিনি উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের সানাউল্লাহর ছেলে বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার শারমিন জাহান লুনা বলেন, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পুলিশের সহায়তায় মাদকসেবী আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে মাদক সেবনের কথা স্বীকার করায় তাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ১০ দিনের সাজা প্রদান করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন