নওগাঁর মান্দায় মেম্বারের নেতৃত্বে গ্রামীণ রাস্তা বন্ধ, গৃহবন্দী সাত পরিবার

নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে চরম দুর্ভোগে পড়েছেন সাতটি পরিবার। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউপি মহিলা মেম্বার নাদিরার নেতৃত্বে প্রভাবশালী মহল গত সাত দিন ধরে ওই গ্রামের একটি মাটির যাতায়াতের রাস্তায় পাঁচটি স্থানে বাঁশের ব্যাড়া দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে।
এতে দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে জরুরি প্রয়োজনে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার গুলোর।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মেম্বার নাদিরার সহযোগিতায় করিম, মোজাম, ফরেজ, সেকেন্দার, অপের আলি, কুদ্দসসহ আরও কয়েকজন মিলে জাফরাবাদের ওই রাস্তায় বাঁশের বেড়া দিয়ে পথ আটকায়। ফলে গৃহবন্দী হয়ে পড়েছেন সাত পরিবারের সদস্যরা।
এদের মধ্যে রয়েছেন জালাল, সাইদুর, সুফিয়া, জব্বার, মজি, আফছার ও লবিজান। ভুক্তভোগী পরিবার গুলোর সদস্যরা জানান, বহু বছর ধরে তারা ওই রাস্তা ব্যবহার করে আসছেন। কিন্তু হঠাৎ করে স্থানীয় মহিলা মেম্বার নাদিরা ব্যক্তিগত স্বার্থে রাস্তা দখল করে দেন এবং এলাকাবাসীকে যাতায়াত করতে দিচ্ছেন না।
তারা বলেন, “আমরা এখন বাড়ি থেকে বের হতে পারছি না। শিশুদের স্কুলে পাঠানো যাচ্ছে না, অসুস্থদের ডাক্তার কাছে নেয়ার সুযোগও বন্ধ হয়ে গেছে। যেন কারাগারের মধ্যে বন্দী হয়ে আছি।”এ ঘটনায় ভুক্তভোগীরা মান্দা থানায় অভিযোগ দেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে। তবে এখনো পর্যন্ত রাস্তা খুলে দেয়া হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধি হয়েও সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছেন মহিলা মেম্বার নাদিরা।
তারা দাবি করেন, জরুরি ভিত্তিতে রাস্তা খুলে দিয়ে সাত পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে হবে। ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ ও আইনি সহায়তা কামনা করেছেন। তারা বলেন, “আমাদের একটাই দাবি এই রাস্তা খুলে দেয়া হোক, আমরা যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি।”
এবিষয়ে অভিযুক্ত ইউপি মেম্বার সহ তার সহপাঠীদের সঙ্গে কথা হলে তারা জানা ভুক্তভোগীরাও তাদের ইটের ছলিং রাস্তা করতে দেয়নি তাই তারা তাদের পাঁচ স্থানে বাঁশের ব্যাড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মনছুর রহমান বলেন খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, এবং অতি দ্রæত রাস্তার বাঁশের ব্যাড়া খুলে দিয়ে জনসাধারণের যাতায়াতের ব্যাবস্তা করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন