নওগাঁর মান্দায় শহীদ রাসেল বৃক্ষরোপণ কর্মসূচি

নওগাঁর মান্দা উপজেলার ১৩নং কসব ইউনিয়নের ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ রাসেলের নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকাল ৪ টার সময় মান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের আয়োজনে এই শহীদ রাসেল বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে এতে সভাপতিত্বে করেন (মান্দা-নিয়ামতপুর) উপজেলা বন বিভাগের কর্মকত।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।