নওগাঁর মান্দার গনেশপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার গনেশপুর ইউনিয়ন বি এন পির আহবায়ক শামশুল ইসলাম বাদলের সভাপতিত্বে গনেশপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বি এন পির আহবায়ক আবু বক্কর সিদ্দিক। এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বি এন পির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

উক্ত কাউন্সিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র আহবায়ক রোওসুন আলম,জেলা সেচ্ছাসেবক মানিম মিয়া, মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।

মান্দা উপজেলার বি এন পির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মকে, ও সাবেক সাধারণ সম্পাদক একরামুল বারী টিপু মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ.কে.এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, মোজ্জামেল হক মকুল, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার ও রফিকুল ইসলাম সরদার এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়াও উক্ত কাউন্সিলে অন্যানদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্র দলের আহবায়ক রাব্বি হোসেন, মান্দা উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হোসেন সুলতান, মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি,, সেচ্ছাসেবক দলের সভাপতি শামসুল আলম বাদল প্রমুখ।