নওগাঁর মান্দায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/images-38-1.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একজন অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল ১১ টার সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে।
উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের ডিজিটাল নামের মোড়ের পাশের অদূরে জলাশয় থেকে এই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।
এব্যাপারে মান্দা থানার তদন্ত (ওসি) মেহেদী হোসেন বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার কোন নাম পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন