নওগাঁর মান্দায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নওগাঁর মান্দা উপজেলার মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের এইচ এস সি-২০২২ এর পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার সময় বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি সুজা-উদ-দৌলা প্রামানিক (বিপ্লব) ও অনুপ কুমার মহান্তের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মান্দা মমিন শাহানা ডিগ্রী কলেজ অধ্যক্ষ বেদারুল ইসলাম মুকুল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্ধিকা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ শাহ আলম, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার মহন্ত, মান্দা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সহ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন