নওগাঁর মান্দায় যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁর মান্দায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল মতিন ও প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল জলিলের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম নাজমুল হক নাজু, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাহার হোসেন সেতু ও নুর বক্স ম-ল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আবদুল মালেক, অ্যাড. মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, সাদেকুল ইসলাম ও জুয়েল রানা, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান সোহান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান, সদস্য সচিব রেজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, সদস্য সচিব পলাশ কুমার প্রমূখ।