নওগাঁর রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের ক্লাশ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় মহাবিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম (বাবলু) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জি.এম.মাসুদ রানা (জুয়েল),শিক্ষক সেকেন্দার আলী,নুরুল ইসলাম,মাহাবর রহমান,সালাউদ্দীন,আব্দুল বাছেদ,ওমর ফারুক,ইসরাত জাহান শিমুল ও আব্দুর রহমান (রাজু)সহ মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় এবং ক্লাশের উদ্বোধন করা হয়।